ছয় দিনের পরিবর্তে ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকার সিদ্ধান্ত নিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
বৃহস্পতিবার (২১ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে নোয়াব জানিয়েছিলো ঈদে সংবাদপত্রে ছুটি থাকবে ছয় দিন।
আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঈদুর ফিতরের ছুটি পাঁচদিন হবে। এজন্য ২৩-২৭ মে পর্যন্ত সংবাদপত্র বন্ধ থাকবে। নোয়াবের নির্বাহী কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩-২৭ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪-২৮ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।
এর আগে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ছুটি তিন কিংবা চার দিন হতো।
এমআর/প্রিন্স