বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আমানুল্লাহ কবীরের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি। এছাড়া স্মরণসভায় প্রয়াত আমানুল্লাহ কবীরের ছেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক শাতীল কবীর, সাংবাদিক সাযযাদ আনসারী, মুখলেছর রহমান লিখন, জুলফিকার মো. জাহিদ হাবিব, মোস্তফা মনজু, বজলুর রহমান, মনজুরুল হক ও আয়নাল হক কালাচাঁন বক্তব্য রাখেন। বক্তারা-প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের কর্মময় জীবনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। উল্লেখ্য, জামালপুরের কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট প্রয়াত আমানুল্লাহ কবীর ১৬ জানুয়ারি ২০১৯ সালে ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।