ফরিদপুরের নগরকান্দায় সরকারী জায়গায় ঘর নির্মাণ করেছেন আওয়ামীলীগ নেতা, সেটি আবার ভেঙে দিয়েছেন প্রতিবাদী ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে নগরকান্দা সদর বাজারের কুমার নদের পাশেই পানবাজার নামক স্থানে। জানা গেছে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্কাছ আলী আক্কাছ দুটি বিল্ডিংয়ের মাঝে ফাঁকা জায়গায় একটি ঘর নির্মাণ করেন শনিবার দিবাগত রাতে। যাহা রোববার নগরকান্দা সদর বাজারের ব্যাবসায়ীদের নজরে আসে। এবং তাদের মাজে উত্তেজনা বিরাজ করতে থাকে। বেলা ১২ টার দিকে উত্তেজিত ব্যাবসায়ীরা সেই ঘরটি ভেঙে ফেলে। এসময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন ঘটনা স্থলে আসেন। এসময় আক্কাছ আলী আক্কাছ চিৎকার করে তার ঘর ভাংচুর করতে বারন করেন এবং বলেন আমার ঘর নির্মাণের জন্য বৈধ কাগজ পত্র আছে। তবে সে ২০১৩ সালের একটি ডিসিআর দেখান নির্বাহী কর্মকর্তাকে। কিন্তু ততক্ষণে ঘরটি ভেঙে দেয় ব্যাবসায়ীরা। স্থানটি পৌর সভার আওতায় হওয়ায় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া বলেন শনিবার রাতেই খবর পেয়ে ঘটনা স্থলে আসি ঘর দেখতে পাই কিন্তু কোন লোকজন দেখতে পাইনাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম কিন্তু উত্তেজিত লোকজন ঘরটি ভেঙে দেয়। এবং আক্কাছ আলী আক্কাছ ঘর নির্মাণের কোন বৈধ কাগজপত্র দেখাতেও পারেনি। শোনা যাচ্ছে এই জায়গটিতে একটি ঘাটলা নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।