শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

নগরকান্দায় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, ভোগান্তিতে এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা খালের উপর প্রায় ৩০ বছরের পুরনো সেতুটি এখন দুর্বিসহ হয়ে পড়েছে। খুবই সরু এবং ঝুঁকিপূর্ণ সেতুটি এখন মরনফাঁদে পরিনত হয়েছে। সেতুটির দুই পাশে ব্যস্ত সচল পাকা সড়ক থাকলেও অতি পুরনো সরু সেতুটি অচল হয়ে পড়েছে। সেতুর বিভিন্ন স্থান ভেঙ্গে যাওয়ায় জোড়াতালির মাধ্যমে কোনো রকমে টিকে রয়েছে। তবে যেকোনো সময় সেতুটি ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা জানান, সেতুটির এক পাশে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা গ্রামসহ লস্করদিয়া, বিনোকদিয়া, সাভার, বারখাদিয়া গ্রাম এবং সেতুর অন্য পাশে তাালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামসহ কদমতলী, জয়পুর, মিয়ারগ্রাম, রসুলপুর, চাপখন্ড গ্রাম রয়েছে। সেতুর এক পাশে মাঝিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাঝিকান্দা বাজার রয়েছে। এ সেতুটি চলাচলের জন্য খুবই গুরুত্বপুর্ণ হলেও এটা মেরামতের কেন উদ্যোগ নেয়া হচ্ছে না। পুরনো ঝুঁকিপূর্ণ ও সরু সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এলাকার মানুষ চলাচল করছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করছে প্রানের ঝুঁকি নিয়ে। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দুঃচিন্তায় থাকেন অভিভাবকেরা। মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যানগাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করলেও, অটোবাইক, নসিমন, মাইক্রোবাস, বাস, পিকআপ, ট্রাকসহ কোনো ভারি যানবাহন সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারছে না। এ কারনে ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী।  সেতুটি মেরামত না করায় দুই পাশের সচল সড়কে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। সেতুর অভাবে এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বিভিন্ন হাটে বাজারে বিক্রি করতে অনেক পথ ঘুরে নিতে হচ্ছে। এতে কৃষকদের আর্থিক লোকসান গুনতে হচ্ছে।  এ অচল সেতু অপসারন করে এখানে একটি আরসিসি প্রশস্ত সেতু নির্মাণ করা প্রয়োজন মনে করেছেন এলাকাবাসি। তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নবাসীর সঙ্গে তালমা ইউনিয়নবাসীর যোগাযোগ ব্যবস্থা সাভাবিক করতে হলে মাঝিকান্দা খালে একটি আরসিসি প্রশস্ত সেতু নির্মাণ করা খুবই জরুরী। তবে এত দিনেও উন্নত পাকা সেতু নির্মাণ না হওয়া খুবই দুঃখজনক। লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, লস্করদিয়ার মাঝিকান্দা খালের সরু সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায়, চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। তবুও এখানে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে না। এলাকাবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে, অতি দ্রুত এখানে নতুন সেতু নির্মাণের দাবী জানাই। নগরকান্দা উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা খালে একটি আরসিসি প্রশস্ত সেতু নির্মাণ করার জন্য, প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি যথাযথ প্রক্রিয়া শেষ করে, নতুন সেতু নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com