বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
বোরহানউদ্দিনে বিডি ক্লিনের খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের উদ্বোধন নীলফামারীর ডোমারে ওলামা দলের মতবিনিময় সভা অ্যাডভোকেট হত্যাকান্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন নড়াইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন নিলাম ডাকে সিন্ডিকেটের কবলে রৌমারী কাস্টমস মঠবাড়িয়ায় টাকা আত্মসাতের অভিযোগ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রামে টিকে থাকার লড়াই গলাচিপায় শহিদ সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান খানের স্মরণসভা এবং খুনিদের বিচার দাবী

জলঢাকায় শীতার্ত মানুষের মাঝে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

নীলফামারীর জলঢাকায় দুইদিন ধরে সহশ্রাধিক অসহায় দুস্ত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।এ দুইদিন ধরে জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাফেজিয়া মাদ্রাসার এতিম হাফেজ ছাত্র/ছাত্রী ও ছিন্নমূল সহ অসহায় দুস্ত শীতার্ত মানুষের মাঝে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায়, সহ সভাপতি শাহ আলম স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রঞ্জিত কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার রায়, ফাউন্ডেশনের শাহিন ইসলাম ও এমএ হান্নান টিটু প্রমুখ।বিতরণকালে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন,উত্তরের জেলা নীরফামারীর জলঢাকা সহ আশপাশের এলাকাগুলোতে কয়েকদিনের শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়া নি¤œ আয়ের খেটে খাওয়া এসব অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার সাধ্যা অনুযায়ী আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের পাশে থাকতে চাই।একজন ভাল মানুষ হতে অনেক পড়াশোনার দরকার। তাই তিনি শীতবস্ত্র দিতে গিয়ে মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের উপরেও আরও বেশি গুরুত্ব দেওয়ার উৎসাহিত করেন ছাত্রদের।কম্বল পেয়ে খুশিমনে প্রত্যন্ত এলাকার হাফেজ ক্কারী জিকরুল হক ও আব্দুল আজিজ জানান, শীতে বাচ্চাদের নিয়ে কিজে দুরাবস্থায় ছিলাম,বেশ কয়েকজনের কাছে কম্বল চাইছি, কেউ দয়নি। আজ আপা এসে দিয়েছে। আল্লাহ তার মনের আশা পুরণ করুক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com