সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী সুরসম্রাজ্ঞীকে বিনম্র চিত্তে স্মরণ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্বব্যাপী বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো সদ্য প্রয়াত সুরসম্রাজ্ঞীকে কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে।
গত রোববার ৬ ফেব্রুয়ারি সকালে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুরসম্রাজ্ঞী লতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও স¤প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সেইসঙ্গে শোকজ্ঞাপন করেছে ভারতে অবস্থিত আমেরিকা, ইসরায়েল ও ফ্রান্সের দূতাবাসগুলোও।
পাকিস্তানের তথ্য ও স¤প্রচারমন্ত্রী ফাওয়াদ নিজের টুইটারে টুইট করে মেলোডি কুইন লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার টুইট বার্তায় জানান,’লতার প্রয়াণের সঙ্গে শেষ হল একটি অধ্যায়ের। দশকের পর দশক ধরে বিশ্বকে তিনি তাঁর কণ্ঠমাধুর্যে মাতিয়ে রেখেছিলেন। তিনি চলে গেলেও বিশ্ব মনে রাখবে তার গলায় গাওয়া সেই গান। পাকিস্তানের তরফ থেকে এই শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’
দিল্লির মার্কিন দূতাবাস থেকেও ভারতরতেœর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দূতাবাস তাদের টুইটার হ্যান্ডেলে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, ‘এই শোকের দিনে ভারতের সঙ্গে সামিল আমেরিকাও। দেশের তরফ থেকে ভারতের এই সংগীতশিল্পীর প্রতি রইল শ্রদ্ধা।’ পাকিস্তান, আমেরিকার পাশাপাশি ইসরায়েল, ব্রিটেনসহ একাধিক দেশ এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ভারতের ইসরায়েল দূতাবাসের তরফ থেকে এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বলা হয়েছে, ’কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের প্রয়াণের খবরে আমরা শোকে মূহ্যমান। সংগীত জগতে তার অবদানের কথা মনে রাখবে এই দেশ এই বিশ্ব। আজ এই দুঃখের দিনে ভারতের পাশে ইসরায়েল। তার আত্মার চিরশান্তি কামনা করি। মুম্বাইয়ে ইসরায়েল দূতাবাসের কনসাল জেনারেল তার টুইটার হ্যান্ডেলে লতার একটি গান পোস্ট করেছেন। ফরাসি দূতাবাসও এই শিল্পীর প্রয়াণের খবরে ব্যথিত। ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেইন। নিজের টুইটারে তার টুইট, ‘অত্যন্ত দুঃখজনক। ওনার আত্মার শান্তিকামনা করি।’ মালেশিয়ার বিরোধী দলের নেতা সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com