রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

সিলেটকে ১২ রানে হারিয়েছে বরিশাল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

সিলেট সানরাইজার্সকে ১২ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নামা বরিশালকে উড়ন্ত শুরু এনে দিয়েছিলো মুনিম শাহরিয়ার। অন্য প্রান্তে থাকা ক্রিস গেইলকে রীতিমতো দর্শক বানিয়ে রাখেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারেই ৬৭ রান যোগ করে বরিশাল। এর মধ্যে ৪৭ রানই ছিল মুনিমের। অন্য প্রান্তে থাকা গেইল তখন ১১ বল খেলে করেছেন ১৪ রান।
মুনিমের ঝড় অবশ্য পাওয়ার প্লের কিছুক্ষণ পরই শেষ হয়েছে। ৬ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫১ রান করে সোহাগ গাজীর বলে বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থাকা মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তার ওপেনিং সঙ্গী গেইলও দীর্ঘদিন পর রানে ফেরেন। ৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫১ রান করেন গেইল। শেষদিকে ক্যামিও খেলেন ডোয়াইন ব্রাভো ও সাকিব আল হাসান। ২ চার ও ৪ ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন সাকিব। ১ চার ও ৪ ছক্কায় ১৩ বলে ৩১ রান আসে ব্রাভোর ব্যাটে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে বরিশাল।
তাদের জবাব দিতে নেমে সিলেটের হয়ে ঝড় তুলেন ইনগ্রাম। ১৬ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৯০ রান করে আউট হন তিনি। কিন্তু মাঝের ব্যাটসম্যানরা হন ব্যর্থ। শেষদিকে মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। ২১ বলে ৩৪ রান করে মোসাদ্দেক আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাবু। ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২২ রান করেন তিনি। তবে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানের বেশি করতে পারেনি সিলেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com