৯ মার্চ বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানস্থ বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে এক অনুষ্ঠানে সাংবাদিক ও সমবায় গবেষক আতিকুর রহমান এর লেখা ‘সমবায় : সমস্যা ও সম্ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন(পিডিবিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) এর সভাপতি নজরুল ইসলাম মিঠু, বাংলা টিভি’র পরিচালক মীর নুর উস শামস্ শান্তনু, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্র্যাব) এর সাবেক যুগ্ম সম্পাদক হাসান উজ জামান, রুপান্তর এডভার্টাইজিং এর এমডি আসাদুজ্জামান শমর, সাংবাদিক সাদেক মাহমুদ পাভেল, মাসুদ আলম ও শহীদুল ইসলাম প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আলোচনায় মুহম্মদ মউদুদউর রশীদ সফদার বলেন,বাংলাদেশে সমবায়ের অপার সম্ভাবনা রয়েছে।এক্ষেত্রে সরকারের ভূমিকা খুবই ইতিবাচক। তবে সমবায় নিয়ে পর্যাপ্ত গবেষণা ও লেখালেখি হচ্ছে না। এক্ষেত্রে আতিকুর রহমানের লেখা ‘সমবায় : সমস্যা ও সম্ভাবনা’ গ্রন্থটি সমবায় বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ^াস। নজরুল ইসলাম মিঠু তাঁর বক্তব্যে বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের অবদান অসামান্য। দেশের মূলধারার সংবাদ মাধ্যমে সমবায় খাত খুবই অবহেলিত। সমবায় নিয়ে পত্র পত্রিকায় খুব একটা লেখালেখি হয় না। সংবাদ মাধ্যমে সমবায় খাতের প্রকৃত চিত্রের প্রতিফলন ঘটেনা। সেক্ষেত্রে আতিকুর রহমানের লেখা ‘সমবায় : সমস্যা ও সম্ভাবনা’ গ্রন্থটি সমবায় সাংবাদিকতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি। উল্লেখ্য, বইটি প্রকাশ করেছে দ্যা পপ আপ ফ্যাক্টরী। স্টল নং-২১০, সোহরাওয়ার্দী উদ্যান।