বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিশোরগঞ্জে ভাসমান সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ কালিয়ায় কন্যা শিশু দিবস পালিত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন তারাকান্দায় ১০ গ্রেডে উন্নীতের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি কালীগঞ্জে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষকদের মানববন্ধন : মিশ্র প্রতিক্রিয়া ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন সম্পাদক পাভেল কালের বিবর্তনে বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর মানিকগঞ্জে সাড়ে ৪লাখ ছাগলের বিনামূল্যে টিকাদান কর্মসূচী শুরু আন্দোলনে নিহত নয়নকে বীরের মর্যাদা দেয়া হবে-দুলু

সিভিল এভিয়েশন একাডেমিতে বৈদেশিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

এভিয়েশন খাতের সার্বিক বিকাশে সিভিল এভিয়েশন একাডেমিকে আর্ন্তজাতিক মানে উন্নীতকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে একাডেমির ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসিআই-আইসিএও’র সহযোগিতায় বিভিন্ন বৈদেশিক প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল রোববার (২০ মার্চ) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধি, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ বিদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও প্রশিক্ষণ) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী ও সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে এভিয়েশন খাতের সার্বিক বিকাশে সিভিল এভিয়েশন একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বর্তমানে সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে দেশি-বিদেশি প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন। এতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি বিশ্ব পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।
বিশেষ অতিথি সাদিকুর রহমান বলেন, শিক্ষা ও প্রযুক্তির বিকাশে প্রশিক্ষণের বিকল্প নেই। এ ক্ষেত্রে সিভিল এভিয়েশন একাডেমি এভিয়েশনবিষয়ক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, দেশে-বিদেশে এভিয়েশন প্রশিক্ষণ পরিম-লে সিভিল এভিয়েশন একাডেমিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে একাডেমিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com