সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে বাংলাদেশের বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, আগামী ১০০ বছর পরেও বিচারপ্রার্থী জনগণ উনার রায়ের বেনিফিট পাবেন। গতকাল রোববার সকালে জাতীয় ঈদগাহ মাঠে সাহাবুদ্দীন আহমদের জানাজা শুরুর আগে সাংবাদিকদের দেয়া এক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের স্বর্ণযুগের যে কয়েকজন বিচারপতি পেয়েছিলাম তাঁদের মধ্যে সাহাবুদ্দীন আহমদ একজন। তাঁদের মধ্যে অনেকেই চলে গেছেন। আজকে বিদায় জানাচ্ছি।’
হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, ‘সাহাবুদ্দীন আহমদ আমাদের মাঝে বেঁচে থাকবেন তাঁর দেয়া রায়ের মাধ্যমে। অষ্টম সংশোধনী মামলা, কখন স্যুট গ্রহণযোগ্য হবে বা হবে না— এই জাতি সুনির্দিষ্টভাবে বিচারাঙ্গনের সবাই সারা জীবন মনে রাখবে। এখন থেকে ৫০ বছর, ১০০ বছর পরেও বিচারপ্রার্থী জনগণ উনার রায়ের বেনিফিট (সুফল) পাবেন।’ জানাজার আগে সাহাবুদ্দীন আহমদের ছেলে সোহেল আহমদ বলেন, ‘ব্যক্তিগত জীবনে দেখে মনে হয়েছে উনি মনে-প্রাণে বিচারক ছিলেন। উনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সন্তান, তাঁর অধীনস্থ কর্মচারীদের ও সবার সঙ্গে যে ব্যবহার তাতে মনে হয়েছে মনেপ্রাণেই উনি একজন বিচারক ছিলেন। সবার সঙ্গে সমান ব্যবহার করতেন উনি।’