রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘রাগী’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের অনুমতি পেয়েছে পরিচালক মিজানুর রহমান মিজান পরিচালিত ছবি ‘রাগী’। গত শনিবার (১৯ মার্চ) সেন্সর সার্টিফিকেট প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মিজানুর রহমান মিজান নিজেই। আস্থা কথাচিত্রের ব্যানারে জাকিয়া খাতুন জয়া প্রযোজিত ‘রাগী’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবীর চৌধুরী, আঁচল, মৌমিতা মৌ, সনি রহমান, শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ, আর এফ রোমিও, লায়ন, ব্রুসলি, তনু পান্ডে, তুহিন চৌধুরী, জিয়া তালুকদার, অন্তরা, কাজী হায়াত, খালেদা আকতার কল্পনা, খোরশেদ আলাম খসরু প্রমুখ।
এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো খল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুনকে। পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘সেন্সর বোর্ডে ‘রাগী’ ছবিটি জমা দেওয়ার পর আবার সংশোধন করতে বলে। আমি আবারও সংশোধন করে জমা দিলে কোনো আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র পাই।’ তিনি আরও বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি নিয়ে প্রশংসা করেছেন। তারা এই ছবিটা দেখে খুবই আনন্দ পেয়েছেন। আশা করছি সব কাজ ঠিক মতো করতে পারলে রোজা ঈদের পরপরই মুক্তি দিতে পারবো সিনেমাটি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com