রাশিয়ায় ইনস্টাগ্রাম নিষিদ্ধ। আর তাই সেটির বিকল্প হিসেবে একটি ফটো শেয়ারিং অ্যাপ তৈরি করেছে রুশ প্রযুক্তি উদ্যোক্তারা। রুশ ডেভেলপারদের বানানো অ্যাপটির নাম ‘রাসগ্রাম’।
বিজ্ঞাপন প্রচার, পণ্য বিক্রি ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষায় রুশদের অনেকেই ইনস্টাগ্রামের উপর নির্ভরশীল ছিলেন। অ্যাপটি বন্ধ হয়ে যাওয়ায় বিশাল এক শূন্যতা তৈরি হয়েছে। আর সেই শূন্যস্থান পূরণের কাজ করবে রাসগ্রাম। ২৮ মার্চ থেকে অ্যাপটি ব্যবহার করা যাবে। অ্যাপটির ওয়েবসাইটে জানানো হয়েছে. তহবিল গঠনের জন্য সেখানে ক্রাউড ফান্ডিং ফিচার থাকবে। কিছু পেইড কনটেন্টও থাকবে। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ভিকে’তে রাসগ্রামের ইন্টারফেসের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ইনস্টাগ্রামের সঙ্গে অ্যাপটির বেশ মিল দেখা গেছে। সম্প্রতি ইনস্টাগ্রামের মূল কম্পানি মেটা জানায়, ইউক্রেনের ব্যবহারকারীরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে লিখতে পারবে। এমন পদক্ষেপের পর পরই ইনস্টাগ্রাম ও ফেসবুককে নিষিদ্ধ ঘোষণা করে রাশিয়া।
সূত্র : রয়টার্স