রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

রৌমারীতে প্রতিবন্ধি দুখু মিয়ার ইচ্ছা আমি একদিন ইঞ্জিনিয়ার হবে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

পা দিয়ে লেখেই পড়াশোনা করে বকবান্দা ব্যপাড়ী পারার আলমাছ আলীর পুত্র প্রতিবন্ধি ৭ম শ্রেণীর ছাত্র দুখু মিয়া (১৩)’র ইচ্ছা আমি একদিন ইঞ্জিনিয়ার হবো। আমি আপনাদের দোয়া ও সহযোগীতা চাই। এমন ঘটনার বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশের পর শিক্ষা উপকরণ, চার প্যাকেট খাদ্যসামগ্রী ও হুইল চেয়ারম্যান দুখু মিয়ার পাশে দাড়ালো উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। গত কয়েকদিন থেকে প্রতিবন্ধি দুখু পা দিয়ে লেখা লেখি ও পড়াশোনা নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় খবর প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এমতাবস্থায় গত ২৩ মার্চ (বুধবার) বিকালের দিকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় মেম্বার, উপজেলা সমাজসেবার প্রতিনিধি, বকবান্দা স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক দুখুর বাড়িতে গিয়ে দুখুর পাশে দাড়ান। এ সময় দুখুর পা দিয়ে লেখা স্বচোখে দেখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। দুখুর পড়ালেখা চালিয়ে যেতে সার্বিক খরচের দায়িত্ব নেন উপজেলা প্রশাসন। তার পায়ের লেখা দেখে উপস্থিত সকলেই আশ্চার্য্য হন। ইতোমধ্যে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে দুখুর নামে শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধি ভাতার নাম দেওয়া হয়েছে এবং সে এই সুবিধা ভোগ করছেন বলেও জানান। শাররিক প্রতিবন্ধি মেধাবী ছাত্র মো. দুখু মিয়া(১৩)। বর্তমান বকবান্দা দ্বিমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ালেখা করছে। পরিবারের সকলের সহযোগিতায় এ পর্যন্ত লেখাপড়া চালিয়ে আসছে। তার আশা অনেক পড়ালেখা করে মানুষের মত মানুষ হওয়া। দুখু মিয়া কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা গ্রামের খেটে খাওয়া আলমাছ আলীর প্রথম ছেলে। তার মা গুলেনুর বেগম। দুখুর ৩ ভাই ১ বোন। ছোট ভাই আরিফুল ইসলাম, আল আমিন ও ছোট বোন আলফুলি খাতুন। বকবান্দা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিএসসি বলেন, দুখু আমার স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তার পড়ালেখার দিকে খুবই আগ্রহ রয়েছে। সে প্রতিদিন অনেক কষ্ট করে অন্যের সহযোগিতায় স্কুলে আসে। আমি সম্পন্ন বিনা খরচে তার পড়ালেখার দায়িত্ব নিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুখুর লেখাপড়ার সমস্ত খরচ দেওয়া হবে। ইতোমধ্যে তার জন্য শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধি ভাতা, শিক্ষা উপকরণ, খাদ্য সামগ্রী ও হুইল চেয়ার দেওয়া হয়েছে। এছাড়াও তার পরিবারের খাদ্য নিশ্চিত করতে ভিজিডি কার্ড করে দেওয়া হবে এবং সরকারি সকল সুবিধা সে পাবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বলেন, প্রতিবন্ধি দুখুর প্রতিভা, আমি ইঞ্জিনিয়া হতে চাই, আমি তার জন্য দোয়া করি, সে ইঞ্জিনিয়ার হবে। তাছাড়া পড়াশোনা করতে সার্বিক সহযোগিতা করবো আমার উপজেলা পরিষদ থেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com