সংক্ষিপ্ত স্কোরকার্ড-(টি-১২ ম্যাচ)
কর্মচারী নাগরিক একাদশ ১২৬/৩(মিজান, নাজির ভূমি অফিস ৫৮, স্বপন, নৈশ প্রহরী ৪৩) ১২ ওভার
কর্মকর্তা একাদশ ১২৭/৭( নওশাদ, সহকারী কমিশনার ভূমি ৫০*, জুনায়েদ, উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল ২৪) ১১.৩ ওভার ম্যান অফ দা ম্যাচ: সহকারী কমিশনার ভূমি, নওশাদ(অপরাজিত ৫০ রান) উৎসবমুখর পরিবেশে ২৬ মার্চ বিকেল ৪ টায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয়। তিতাস উপজেলা পরিষদ কমপ্লেক্স এর মূল মাঠের সেন্টার উইকেটে আয়োজিত ম্যাচের টস অনুষ্ঠিত হয়। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে কর্মচারী নাগরিক একাদশ। উপজেলা ভূমি অফিসের নাজির মিজান ও ইউএনও অফিসের নৈশ প্রহরী স্বপনের ৮০ রানের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় কর্মচারী নাগরিক একাদশ। এরপর মিজান প্রায় শেষ পর্যন্ত উইকেটে থেকে ৫৮ রান করলেও বাকি ব্যটাররা বড় রান পাননি। যার ফলে নির্ধারিত ১২ ওভার শেষে ৩ উইকেটে ১২৬ রানে কর্মচারী নাগরিক একাদশের ইনিংস থেমে যায়। এরপর ব্যাটিংয়ে নামেন উপজেলা নির্বাহি অফিসার এটিএম মোর্শেদ এবং উপ-সহকারী প্রকৌশলী জুনায়েদ। কর্মকর্তা একাদশের অধিনায়ক উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ চার মেরে ইনিংসের সূচনা করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ০৮ রান করে বাউন্ডারিতে তালুবন্দী হয়ে আউট হয়ে যান অধিনায়ক। এরপর ব্যাটিংয়ে আসেন সহকারী কমিশনার ভূমি নওশাদ। বাউন্ডারি ওভার বাউন্ডারিতে রানের চাকা দ্রুত চলতে থাকে। নওশাদ-জুনায়েদ জুটি ৪০ রান যোগ করে। এরপর জুনায়েদ আউট হয়ে গেলে উইকেটে আসেন অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা আলামিন। তবে আলামিন ১৫ রানে আউট হয়ে গেলে কর্মকর্তা একাদশ বিপদে পড়ে যায়। সিএ রাশেদ, মিজান ও স্বপনের দুর্দান্ত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় কর্মকর্তা একাদশ। একপর্যায়ে শেষ ৩ উইকেটে ১৮ বলে ৩৬ রান প্রয়োজন ছিলো। স্বীকৃত ব্যটার সবার বিদায়ে উইকেটের একপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন সহকারী কমিশনার ভূমি নওশাদ। ইউএইচএফপিও ডা: সরফরাজ ০১ রানে অপরাজিত থেকে উইকেট ধরে রাখেন। অপরপ্রান্তে আরো ০৪টি ওভার বাউন্ডারি হাকিয়ে নওশাদ শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ন এ ম্যাচে কর্মকর্তা একাদশের ৩ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। কর্মচারী নাগরিক একাদশের মিজান ৫৮ রান করলেও অপরাজিত ৫০ রান করে ম্যাচ জেতানোর জন্য সহকারী কমিশনার ভূমি নওশাদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে উভয়পক্ষের খেলোয়াড়রা সৌজন্য বিনিময় করেন এবং পুরস্কার নিয়ে একসাথে ছবি তুলে সম্প্রীতির সুন্দর নিদর্শন স্থাপন করেন।