‘কৃষক বাঁচাও-বাঁচাও দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে ক্ষমতাশীল দল আওয়ামীলীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের গৌরবোজ্জ্বল সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষকলীগের ওয়াবদা মোড়স্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করে দলটি। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বোয়ালমারী ওয়াবদা মোড় হতে শুরু হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে র্যালিটি দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কৃষকলীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ শাহিনুর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ চৌধুরী, পৌর কৃষকলীগের সভাপতি মনির হোসেন রাফি, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোল্লা মো. কামরুল, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ময়না ইউনিয়ন কৃষকলীগের সভাপতি লুৎফর রহমানসহ আরও অনেকে।