অক্সফাম ইন বাংলাদেশের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়ানাধীন পাঁচ বছর শেষে রিকল-২০২১ প্রকল্পের সমাপনী উপলক্ষে সোমবার জামালপুরে জেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. তাজুল ইসলাম।উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের জ্যেষ্ঠ প্রশিক্ষক মিজানুর রহমান, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, জেলা ব্যবস্থাপক লিটন সরকার, সাংবাদিক আসমাউল আসিফ, সিবিও নেতা নাসরিন জাহান স্মৃতি, নুরুল ইসলাম, শাহ সুলতান প্রমুখ। অনুষ্ঠানে ধারণা পত্র উপস্থাপন করেন উন্নয়ন সংঘের রিকল প্রকল্পের জেলা সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার।সভাসূত্র জানায় প্রকল্পের আওতায় জীবীকায়ন কার্যক্রম, কমিউনিটি ভিত্তিক দল শক্তিশালীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ধারায় খাপখওয়ানো কার্যক্রম জোরদার করা, যুবশক্তিকে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভর করে গড়ে তোলা, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোত ধারায় নিয়ে আসতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কমিউনিটির সদস্যদের সেবা গ্রহণের জন্য নিবিড় যোগাযোগ স্থাপন করে দেয়াসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে শান্তিময় পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছে।সভায় উপস্থিত, জেলা পর্যায়ের কর্মকর্তারা বিশেষ করে সমবায়, প্রাণিসম্পদ, সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক,পল্লী সঞ্চয়ী ব্যাংক, কৃষি দপ্তরের সুযোগ সুবিধা বা সেবাসমূহ বর্ণনা করে তা গ্রহণের ক্ষেত্রে এলাকাবাসীর জন্য সর্বাত্মক সহায়তা করার অঙ্গীকার করেন।