সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
শাহ এমদাদীয়া অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের সনদ বিতরণ গৌরীপুরে ডা. মুকতাদির চক্ষু হাসপাতালে স্মৃতি জাদুঘর উদ্বোধন দুপচাঁচিয়ায় কিশোর ব্যাটমিন্টনে চ্যাম্পিয়ান সজিদ-সীমান্ত ধনবাড়ীতে ব্রোকলি চাষে সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের জনগণের সেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করা একজন ইউএনও “রানীরবন্দরের ইতিহাস” গ্রন্থের মোড়ক উন্মোচন ও দিনব্যাপী সাহিত্য আড্ডা-কবি ও বিশিষ্ট লেখক লুৎফর রহমানের সেই মিমির পাশে তারেক রহমানের পক্ষে কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহেল চকরিয়ায় বখাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর পর মারা গেল আহত শ্বাশুড়িও জগন্নাথপুরে বৃত্তি বিতরণে মানব কল্যাণমূলক শিক্ষা ধারায় কোনো বিভাজন নেই- অধ্যাপক ফরিদ আহমদ রেজা ঘরে চাল নেই জ্বলে না চুলা উল্লাপাড়ার ৬০ বছরের বৃদ্ধা জমিলা খাতুনের মানবেতর জীবন-যাপন

বাণিজ্যমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার একান্ত সচিবের (পিএস) নাম ব্যবহার করে প্রতারণ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার (২৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স¤প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ, সিআইডি এবং র‌্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা কয়েকজনকে গ্রেফতার করেছে। প্রতারকরা বাণিজ্যমন্ত্রী এবং তার একান্ত সচিবের (পিএস) নাম ব্যবহার করছে। এ ধরনের প্রতারণা থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোনও ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই। এ বিষয়ে ঢাকার রমনা মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com