নগরকান্দায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মাদ সুমিনুর রহমানের উচ্চ শিক্ষা ( এমএস) গ্রহনে জাপান গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা অফিসার্স ক্লাব ও নগরকান্দায় কর্মরত সাংবাদিকবৃন্দ। “আমরা একসাথে কাজ করার স্মৃতিকে লালন করি” এ প্রতিপাদ্যকে ধারন করে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে সুমিনুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে নগরকান্দা সার্কেলের কার্যালয়ে সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিকরা। অফিসার্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ সুমিনুর রহমানের নগরকান্দা সার্কেলে যোগদানের পর থেকে দ্বায়িত্ব পালন করায় তার কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরের তত্ত্বাবধানে, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ, প্রকৌশলী মোশাররফ হোসেন, শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা আবু তালেব, দৈনিক খোলাচোখ সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, দৈনিক সমকাল প্রতিনিধি বোরহান আনিস, দৈনিক বাঙ্গালী সময় সম্পাদক সেলিম মোল্লা, দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, দৈনিক জনতা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মিজান মোল্লা, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি ইমরুল কবির, কিউ টিভির জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক খোলাচোখের নির্বাহী সম্পাদক মাহবুব আকাশ প্রমুখ।