বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
বোরহানউদ্দিনে বিডি ক্লিনের খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের উদ্বোধন নীলফামারীর ডোমারে ওলামা দলের মতবিনিময় সভা অ্যাডভোকেট হত্যাকান্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন নড়াইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন নিলাম ডাকে সিন্ডিকেটের কবলে রৌমারী কাস্টমস মঠবাড়িয়ায় টাকা আত্মসাতের অভিযোগ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রামে টিকে থাকার লড়াই গলাচিপায় শহিদ সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান খানের স্মরণসভা এবং খুনিদের বিচার দাবী

ক্ষমতা হারানোর ভয়ে আ’লীগ নেতাদের কাণ্ড জ্ঞান লোপ পেয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় সরকার বিরোধী দলের নেতাদের হত্যা-নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতার শেষ সময়ে এসে তারা (আওয়ামী লীগ) এখন মরণ কামড় দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কা-জ্ঞান লোপ পেয়েছে। সময় আর বেশি নেই। এই সরকারের পতন অবশ্যম্ভাবী। গত মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় দলীয় সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্ত করছে। এরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে তারা। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের একের পর এক হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনীকে নির্মমভাবে হত্যা করা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র। তিনি বলেন, সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রতিটি হত্যাকা-েরই বিচার হবে বাংলাদেশের মাটিতে। এ সময় তিনি বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সব বেআইনি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও নিহত বদিউজ্জামান ধনীর আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com