সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

চলতি অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২০ জুলাই, ২০২২

চলতি অর্থবছরের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার (৬৭০ কোটি ডলার) নির্ধারণ করা হয়েছে। বুধবার (২০ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সবদিক বিবেচনা করে এবার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ১০ শতাংশ বাড়িয়ে ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।’ সদ্য বিদায়ী অর্থবছরে অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে ৬০ বিলিয়ন ডলার এবং ২০২০-২১ অর্থবছরে রফতানি আয় ৪৫ বিলিয়ন ডলার ছিল বলেও জানান তিনি। করোনার কারণে দু’বছর মার্কেট কম ছিল জানিয়ে টিপু মুনশি বলেন, ‘সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি ও বিগত ২০২১-২২ অর্থবছরের রফতানি প্রবৃদ্ধি অর্জনের গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণে সরকার প্রদত্ত আর্থিক সুবিধা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ববাণিজ্যের সাম্প্রতিক গতিধারা, দেশে করোনার প্রভাব, রফতানি সম্ভাবনাময় পণ্য ও সেবা খাতের বিকাশ, রফতানি সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ এবং চলতি অর্থবছরের বাজেটে করোনা মোকাবিলায় সরকারের নেওয়া নানামুখী উদ্যোগ বিবেচনায় নিয়ে রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘করোনার প্রকোপ আবার বাড়ছে। পাশাপাশি এবার ব্যাপকভাবে তাপপ্রবাহ চলছে। সেটাও একটা চাপ তৈরি করেছে। আজকে আমেরিকা, যুক্তরাজ্যসহ সারাবিশ্বে মূল্যস্ফীতি বেশ এলার্মিং। আমাদের তুলনায় তাদের অবস্থা আরও খারাপ। এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে যে, একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। তারপরও আমরা আমাদের ক্যাপাসিটি, ইফোর্ট, শ্রমিক, উদ্যোক্তা সবকিছু বিবেচনায় নিয়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com