শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

দাউদকান্দিতে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের লক্ষীপুর উত্তরপাড়া হাজী বাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি ফজলুর রহমানের উদ্যোগে “সমাজ উন্নয়নের শপথ করি,মাদক মুক্ত সমাজ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মোঃ ফয়েজ ইকবাল। এসময় তিনি বলেন, বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে দাউদকান্দি মডেল থানার কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, বিট পুলিশিং কর্মকর্তা এসআই রাজিব কুমার সাহা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, বাংলাদেশ ফ্রেন্ডশীফ ফাউন্ডশনের সভাপতি এস এম মিজান, স্থানীয় সমাজসেবক আব্দুর রাজ্জাক মাষ্টার প্রমূখ। এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত ‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে থানা পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। আপনার পুলিশ, আপনার পাশে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com