দীর্ঘ ১০ বছর যাবত পুরনো ঢাকার সূত্রাপুর মৌজার খাজনা বন্ধ বা খাস মহলের নামে হয়রানির প্রতিবাদে পুরনো ঢাকা নাগরিক কমিটির উদ্যোগে এক সভায় বক্তারা অবিলম্বে ভূমি মন্ত্রণালয়কে খাঁজনা গ্রহনের দাবী জানান। সংগঠনের উদ্যোগে গত শুক্রবার রাজধানীর গেন্ডারিয়াস্থ জহির রায়হান নাট্যমঞ্চে এক প্রতিবাদ সভায় ঢাকা ৪, ৫ ও ৬ এর সংসদ সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও জনাব কাজী মনিরুল ইসলাম মনু এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জনাব শহিদউল্ল্যাহ মিনু উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি জনাব শেখ ফজলুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুরনো ঢাকা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জনাব মাহবুব উদ্দিন চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা ও এলাকাবাসীর পক্ষে জনাব মুজিবুর রহমান খান, জনাব মঈনউদ্দিন চিশ্তি এবং জনাব রেজাউল করিম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ঢাকা ৪, ৫ ও ৬ এর তিন সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সভায় সংসদ সদস্যগণ অবিলম্বে সূত্রাপুর মৌজা হতে খাস মহলের অভিশাপ থেকে এলাকাবাসীকে মুক্তকরণের আশ্বাস দেন। উল্লেখ্য গত ১০ বছর যাবত পুরনো ঢাকার সূত্রাপুর মৌজার ৩০/৩৫ লক্ষ লোকে পৈত্রিক সম্পত্তিকে ভূমি মন্ত্রণালয় খাস মহল বা লীজ সম্পত্তির দাবী করে খাজনা বন্ধ করে রেখেছেন। সাংবিধান ও মানবাধিকার লংঘনের পথ থেকে এলাকাবাসী ভূমি মন্ত্রণালয়কে সরে আসার অনুরোধ জানিয়েছে। আর এই খাজনা বন্ধের জন্য এলাকায় সম্পত্তি হস্তান্তর, বিক্রয়, হেবা, বন্টননামা, রাজউক কর্তৃক প্লান পাশ এমনকি রেজিষ্ট্রেশন সব কিছুই বন্ধ রয়েছে। এলাকাবাসী শুধু ক্ষুদ্ধ নয় এর প্রতিকার চায়। সভায় বক্তারা উল্লেখ করেন যে, ১৯৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় নির্বাচনে এই সূত্রাপুর-কোতয়ালি থেকে জয়লাভ করেছিলেন। আজ সেই এলাকার জনগণ তাদের ৭০/৮০ বছরের পৈত্রিক সম্পত্তির উপরে সরকারের এহেন কার্যকলাপে এলাকাবাসী ক্ষুদ্ধ ও মর্মাহত। এলাকাবাসী মানবিক কারণে অবিলম্বে সূত্রাপুর মৌজার খাজনা পুনরায় নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।