সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলন

হৃদয় ইসলামঃ
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

ঢাকার রাজধানী ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের গতকাল সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত স্টাফ কোয়ার্টার চার রাস্তা অবরোধ করে রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়। ডেমরায় ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। হঠাৎ করেই ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধ ঘোষণা করায় পায়ে হেটেই কর্মস্থলে যাচ্ছে মানুষ। আর ব্যাটারি চালিত অটো রিকশা চালকদের আয় না থাকায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। গতকাল সকাল ৯ টায় থেকেই এমন দৃশ্য দেখা যায়, ডেমরায়সহ বিভিন্ন স্থানে। ডেমরায় বিভিন্ন এলাকা থেকে কর্মজীবী মানুষ সকাল থেকেই পায়ে হেটে যোগ দিচ্ছেন কর্মস্থলে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ কর্মজীবি মানুষ। আবার হঠাৎ করেই ব্যাটারি চালিত অটো রিকশা চালকদের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সবাই। পথচারী কামরুল জানান, হঠাৎ করেই ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধ ঘোষণা করায় ভোগান্তিতে পড়েছি আমরা সাধারণ খেটে খাওয়া জনগন। ঠিক সময়ে কর্মস্থলে পৌছাতে পারবো কিনা জানিনা। গাড়ি না থাকায় হেটেই যেতে হচ্ছে। অটো ড্রাইভার সেকেন্দার আলী জানান, এই অটো চালিয়ে আমাদের সংসার চলে। অটো রিকশা চালিয়ে আমরা খেয়ে পড়ে বেচে আছি। আমি গত ৪/৫ মাস আগে কিস্তিতে অটোটি কিনেছি। কিস্তি কিভাবে দেব বলতে পারছি না। আন্দোলনকারী ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা থেকে সিলেটগামী রাস্তা অবরুদ্ধ করে রাখেন।
ডেমরা জোন ওয়ারী বিভাগ, ডিএমপি মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকদের সাথে কথা বলে, রাস্তা থেকে সরিয়ে নেন। তিনি বলেন অলিতে-গলিতে অটোরিক্সা চালাবেন। হাইওয়ে রাস্তায় উঠবেন না। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানার ওসি অপারেশন সুব্রত কুমার পোদ্দার ও এসআই ইকবাল। সিএনজি ও অটোরিকশা সমিতির সভাপতি শাজাহান ও সাধারণ সম্পাদক মাহফুজ আলম জানান ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা সরকারি বিধি-নিষেধ মেনে গাড়ি চালাবে। হাইওয়ে রাস্তায় উঠবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com