রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে ইভিএমের চক্রান্ত এদেশে হতে দেওয়া হবে না-বিএনপি ভাইসচেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) বলেন, ওরা জনগনের ভোটে ক্ষমতায় আসে না। দেশের মানুষ ও বিশ্বব্যাপি দেখেছে আওয়ামী লীগ ১৪ সালে কুত্তা,বিড়াল ও ছাগলের ভোটে ক্ষমতায় আসে। আবার ১৮ সালে কোন ভোটই হয়নি দেশে রাতের আধারের ভোটে ক্ষমতায় আসে। এর পূর্বে ২০০৮ সালে ১/১১ এর সরকারকে তেল দিয়ে ক্ষমতায় আসে। এখন কতগুলো ছাগল-পাগল নিয়ে মন্ত্রী সভায় বসে আছে। তাই আগামী নির্বাচনে ইভিএমের চক্রান্ত এদেশে হতে দেওয়া হবে না। এখানে তিনি হামলা-মামলা, খুন ও গুম আওয়ামী লীগের ৪ গুন বলে মন্তব্য করেন। শনিবার (২৭) আগস্ট বিকালে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে গণ বিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যোর মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্র নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নগরীর বেশ কয়েকটি ওয়ার্ড নেতা কর্মীদের নিয়ে আয়োজিত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব হাবীব উন নবী খান সোহেল বলেন, ওরা মুক্তিযোদ্ধার দল বলে দাবী করে। আওয়ামী লীগের লোকজন কোথায় যুদ্ধ করেছে। ওরাতো ওই পাড়ে বসে বসে যুদ্ধ করেছে। আর ঘুমিয়ে ঘুমিয়ে পাক সেনা হত্যা করেছে। অন্যদিকে বিএনপির মুক্তিযুদ্ধারা সেদিন পাক বাহিনীর সাথে রনাঙ্গনে সম্মুখ যুদ্ধ করেছে। সোহেল আরো বলেন বাংলাদেশ দেশের সংবিধানে চলে না। ওদের বিভিন্ন অঞ্চলের গডফাদারদের সংবিধানে চলে বলেই তারা আজ দিশে হারা হয়ে বিএনপির বিভিন্ন সভা সমাবেশ হামলা করে। এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, নিবাহী কমিটির সদস্য হাসান মামুন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মহানগর আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, যুগ্ম আহবায়ক এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন, মহানগর মহিলা দল সাধারন সম্পাদক পাপিয়া পারভিন, মহানগর শ্রমিক দল আহবায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম, জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি প্রমুখ। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, যুগ্ম আহবায়ক কে এম শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক সাবেক বিসিসি কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com