পলাশবাড়ী উপজেলার পার্শ্ববর্তী সাদুল্লাপুরের প্রত্যন্ত পল্লী এলাকায় গড়ে উঠা ইদিলপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।
এলাকার স্বনামধন্য ব্যক্তি রকিব উদ্দিন মন্ডলের দানকৃত ৫৮শতক জমির ওপর ২০১০ সালে স্থাপিত হয় এই কলেজ টি।এর আশেপাশে ৮/১০ কিলোমিটারের মধ্যে কোনো ট্যাকনিক্যাল কলেজ না থাকায় প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা সেখানে ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ করে নেয়। কলেজটি সুদক্ষ শিক্ষক মন্ডলী ও বিচক্ষণ কমিটি দ্বারা পরিচালিত হয়ে লেখাপড়ার মান অত্যান্ত ভালো হওয়ায় ২০১৩ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে।বর্তমানে কলেজটিতে শিক্ষক কর্মচারী রয়েছে ভোকেশনাল এবং বিএম শাখা মিলে -২৫ জন।শিক্ষার্থীর সংখ্যা চার শতাধিক। গত ২০২১ সালে পাশের হার ছিল এস এস সি তে শতকরা ৯০ জন।এবং এইচ এস সি তে ৮৫ক্স৫১ জন।ইতিপূর্বেও ফলাফল ভালো দেখে সংশ্লিষ্ট কতৃপক্ষ সন্তুষ্টি হয়ে ২০১৯ সালে বি এম শাখা এবং ২০২২সালে ভোকেশনাল শাখা এমপিওভুক্ত করেন।সুন্দর মনোরম কোলাহল মুক্ত গ্রামীণ পরিবেশে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি সময়ের ব্যবধানে শিক্ষার্থী ভর্তি দিন দিন বেড়েই চলেছে। কলেজটির যোগাযোগ ব্যাবস্থা অতি উন্নত। পলাশবাড়ী শহর থেকে কলেজে যেতে সময় পনের মিনিটের রাস্তা। সাদুল্লাপুরের সদর হতে এর দুরত্ব ১৪/১৫ কিলোমিটার হলেও যোগাযোগের জন্য বর্তমান সরকারের আমলে রাস্তাটি পাকাকরণ করা হয়েছে। কলেজটির অধ্যক্ষ খাজা মন্ডল সাথে কথা বললে তিনি জানান, কলেজটির সবকিছু ভালো হলেও বিল্ডিং নির্মাণ না হওয়ায় একটি মাত্র টিনসেড ভবনে শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্লাস নিতে হয়।একেতো শ্রেণীকক্ষের সংকট, নেই কোন সীমানা প্রাচীর, নেই গেট, নেই একাডেমি ভবন।সমস্যা সমুহের মাঝে মাঠে মাটি ভরাট করা অত্যন্ত জরুরী হয়ে পরেছে! প্রতিষ্ঠানটি থেকে চলতি বছর ২০২২ সালে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে ১১২জন শিক্ষার্থী এবং এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে ৭৬ জন শিক্ষার্থী। শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন মহলের দাবী কলেজটির সমস্যা সমূহ চিন্তিত করে তা সমাধানের জন্য স্থানীয় এমপি এবং সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।