তথ্যপ্রযুক্তির যুগে,জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফিজার রহমান মিলন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এসময় বক্তারা বলেন, তথ্য প্রাপ্তি ও তথ্য জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহয়তা করে। দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সব স্তরের দূর্ণীতি দূরীকরণে একটি কার্যকর হাতিয়ার হলো তথ্য অধিকার।