বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করলেন দৈনিক খবরপত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান বিন মুজাহির জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে পিরোজপুরে আহত ও শহীদদের স্মরণসভা ব্যাংকিং সেবাখাতে উৎকর্ষের ২৫ বছর উদযাপন করল ব্যাংক এশিয়া শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

রাঙ্গামাটিতে চেম্বার অব কমার্সের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলা

মোঃ আক্কাস রাঙ্গামাটি :
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

পাহাড়ে উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারসহ দেশ-বিদেশের বিভিন্ন পন্যের স্থানীয় বাজার সৃষ্টির মাধ্যমে পার্বত্য অর্থনীতিকে সম্মৃদ্ধ করার লক্ষ্যে রাঙ্গামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) নিজস্ব সম্মেলন কক্ষে চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াদুদ। এসময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালকদের মধ্যে বাবর আলী, মনসুর আলী, হারুনুর রশিদ মাতব্বর, নিজাম উদ্দিন, মনিরুজ্জামান মহসীন রানা, ওবাদুল্লাহ মনসুর উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ৩০শে সেপ্টেম্বর বিকেলে রাঙ্গামাটির কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে মাসব্যাপী এই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম(বার)। মেলায় রাঙ্গামাটির স্থানীয় ৯টিসহ মোট ৩৯টি স্টল বরাদ্ধ রাখা হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে মেলায় দর্শণার্থীদের কাছ থেকে প্রাপ্ত টিকেটের মূল্যদিয়ে প্রতিদিনই লটারির ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com