আপনি যদি পিডিএফ নিয়ে কাজ করে থাকেন তবে নিশ্চই জানেন এটা পড়া, এডিট বা কাজ করা কত কষ্টকর। অনকে ধরনের টুলস পাওয়া যায় এই সমস্যা সমাধানের। কিন্তু আপনি জানেন না টুলসগুলো আপনার জন্য কাজ করবে কিনা। সেক্ষেত্রে গুগল ড্রাইভ পিডিএফ ফাইল খুলতে, পড়তে এবং সংরক্ষণ করতে পারে।
এবং ঝামেলা ছাড়াই পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারে।
পিডিএফ থেকে ওয়ার্ডে রূপান্তর
১. প্রথমে আপনার গুগল ড্রাইভে লগ ইন করুন। এরপর পিডিএফ ফাইল আপলোড করুন। যদি আপনার ডকুমেন্ট বড় হয় তাহলে আপলোড করতে একটু দেরি হতে পারে।
২. ডকুমেন্ট বা ফাইলটি আপলোড হয়ে গেলে, সেটিতে দুইবার ক্লিক করুন। এর ফলে আপনার পিডিএফ ফাইলটির পূর্বরূপ দেখাবে। আপনি সহজেই এর ভিতরের বিষয়বস্তুগুলো পড়তে পারবেন। এই পেজটির একদম ওপরে লেখা দেখতে পাবেন ‘ওপেন উইথ গুগল ডকস’। এই লেখাটির ওপর ক্লিক করুন।
৩. ক্লিক করার পরে একটু সময় নিতে পারে। এটি নির্ভর করবে ডকুমেন্ট বা ফাইলটির আকারের ওপর। যখন কাজ শেষ হবে তখন পিডিএফটিকে এডিটেবল ফরম্যাটে রাখতে হবে। অর্থাৎ পিডিএফ ফাইলকে চাইলে মোডিফাই করা যাবে।
৪. আপনি চাইরে কিছু লেখা মুছে ফেলতে পারবেন। এভাবে পিডিএফ ফাইলকে টেক্সট ডকুমেন্টটে রূপান্তর করলে অনেক সময় অদ্ভুদ কিছু ফলাফল আসে। যেমন লেখা সারিবদ্ধ থাকে না বা বানান ভুল থাকে। আপনি এগুলো ঠিক করে ফেলতে পারবেন। অথবা সেই ভাবেই রাখতে পারেন। বিকল্পভাবে,আপনি শিখে নিতে পারেন কিভাবে বিনামূল্যে পিডিএফকে ওয়ার্ডে রূপান্তর করতে হয়।
৫. আপনি যদি গুগল ডক বাদ দিয়ে ওয়ার্ড পছন্দ করেন, তবে অফলাইনে ফাইলে অ্যাকসেস করতে আগে ওটা ডাউনলোড করে নিন। এর জন্য ফাইল > ডাউনলোড ক্লিক করুন। এ সময় ফাইল ফরম্যাটও বাছাই করতে পারবেন। এক্ষেত্রে ডট ডিওসিএক্স ফরম্যাটটাই বেছে নিতে পারেন।
সূত্র : মেক ইউস অব ডটকম।