বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা সলঙ্গা কুঠিপাড়া মাদ্রাসায় কোরআনের ছবক সেবা মান উন্নয়নে বিআরটিএ’র গণশুনানি দাগনভূঞা বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহাম্মদ বিজয়ী তাঁর খালার আমলে মানুষ গুম করা হয়েছিল, এরপরও টিউলিপকে কেন মন্ত্রী করলেন স্টারমার এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল গাজা যুদ্ধ : সদ্যজাত ২১৪ শিশুকে হত্যা করেছে ইসরাইল সংস্কার প্রশ্নে ৩১ দফার দিকে তাকান, অন্তর্বর্তী সরকারকে দুদু

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক ভজন চন্দ্র সরকার

নেত্রকোনা প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নেত্রকোণা জেলা আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে সুদৃঢ় এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে ক্ষুধা, দারিদ্রমুক্ত, সুখী এবং সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান, বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক ভজন চন্দ্র সরকার। জাতীয় সম্মেলনকে সামনে রেখে ঝিমিয়ে পড়া দলকে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দেশ ব্যাপী আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়েছেন। তিনি এ প্রতিনিধিকে বলেন, আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উদ্ধুব্ধ হয়ে ছাত্রলীগ, যুবলীগ, পৌর আওয়ামীলীগসহ জেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দলকে সু-সংগঠিত করেছি। আমি ১৯৮৪ সালে শহীদ তিতাসের মৃত্যুর পর প্রতিবাদ মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়ে ১ মাস ৯দিন কারাবরণ করি। ১৯৯৫ সালে খালেদা জিয়া বিরোধী আন্দোলন ও তত্ত্ববধায়ক সরকারের দাবীতে আন্দোলনরত অবস্থায় গ্রেফতার হই। পরে ১ মাস ২৭ দিন কারাবরণ করি।২০০১ সালে খালেদা নিজামী জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার বাসাবাড়িতে হামলা হয়। এসময় গ্রেফতার হয়ে ৯ দিন কারাবরণ করি। জেল থেকে বের হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে দলকে সু-সংগঠিত করার চেষ্টা করি। বর্তমানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সততা, নিষ্টা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছি। তাই আসন্ন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়েছি। আমি আশা করি, সর্বস্তরের নেতাকর্মী ও দলীয় হাই কমান্ড আমার সারা জীবনের রাজনৈতিক কর্মকান্ড বিচার বিশ্লেষন করে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ভার অর্পন করবেন। আমি দলীয় হাই কমান্ড ও সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com