রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

মতলব উত্তরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-উপলক্ষে আলোচনা সভা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব উত্তরে কোভিড-১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান সরকার, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, দশানী-মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমেদ, নাউরি আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোঃ শাহআলম, দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার সুত্রধর, ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম, নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সারোয়ার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমদ, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হাকিম, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, গাজীপুর কেএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, চরপাথালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, নিশিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল হক, বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক আঃ আজিজ, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজ্জব আলী, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন’সহ সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com