দুর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেল পর্যন্ত ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সকাল থেকেই দলীয় ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্যে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান, স্বতন্ত্রপ্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন ও সমাজসেবক মোনালিসা ইয়াসমিন। আগামী ১৯ ডিসেম্বর বাছাই, ২৬ ডিসেম্বর প্রত্যাহার এবং আগামী ১২ জানুয়ারি ২০২৩ তারিখ ভোট গ্রহনের সময় নির্ধারণ করা হয়। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হবে বলে জানান, জেলা রিটানির্ং অফিসার। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন। এতে পুরুষ ১০,০৬৬ ও মহিলা ভোটার সংখ্য ১০,৭১৫ জন। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা গেলে আগামী ১২ জানুয়ারি ২০২৩ এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।