সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় অবস্থিত আইডিইবি অফিসে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্ণিং অফিসার ও কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর মো. খালেদুল হাসান জানান, নির্বাচনে হামিদ-শামসুর রহমান ও রব-মাইনুর নামে দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩৭টি পদের মধ্যে দুটি পদে বিনা প্রতিদ্বন্দিতায় দুজন নির্বাচিত হওয়ায় ৩৫টি পদের বিপরীতে ৭৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৭জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি আরো জানান, কুড়িগ্রাম জেলায় ৯৫জন ভোটার রয়েছে। নির্বাচনে সহকারি রিটার্ণিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের ইন্সট্রাক্টর আব্দুর রহিম ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর নির্মল চন্দ্র দেবনাথ।