বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
বোরহানউদ্দিনে বিডি ক্লিনের খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের উদ্বোধন নীলফামারীর ডোমারে ওলামা দলের মতবিনিময় সভা অ্যাডভোকেট হত্যাকান্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে আইনজীবীদের মানববন্ধন নড়াইলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন নিলাম ডাকে সিন্ডিকেটের কবলে রৌমারী কাস্টমস মঠবাড়িয়ায় টাকা আত্মসাতের অভিযোগ দুবেলা খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রামে টিকে থাকার লড়াই গলাচিপায় শহিদ সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান খানের স্মরণসভা এবং খুনিদের বিচার দাবী

আশিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যুবলীগের সহায়তা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম পাড়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।গত শনিবার বিকেলে উপজেলার আশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামের উম্মত আলীর বাড়িতে অগ্নিকা-ে পুড়ে যাওয়া ১১ পরিবারকে খাদ্য সামগ্রী,কম্বল ও লুঙ্গি তুলে দেন তিনি। জানা যায়, গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় উম্মত আলীর বাড়ির মাহবুবুল আলম, মুসা, ইসহাক, ইদ্রিস, আবদুল গফুর, আবসার, ফরিদ, মনসুর, আনসার, ফজল কাদের, বাদশা সহ ১১ টি বসত ঘর। আগুনে ঘরের আসবাব পত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও জমির কাগজপত্র সহ পুড়ে ছাই হয়ে যায় ১১ টি পরিবারের সম্পদ। আগুনে পুড়ে যাওয়া প্রায় ১১ টি পরিবারকে যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক বদিউল আলম ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা প্রদান করেন।এসময় তিনি বলেন, আগুনে পরিবার গুলোর যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য আর্থিক সাহায্য নিয়ে অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। তিনি আরও বলেন, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী। জাতীর জনক বঙ্গবন্ধুর অন্যতম উত্তরাধিকার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও মাঈনুল হোসেন খান নিখিল যিনি ইতিমধ্যে মানবিক যুবলীগের প্রবক্তা হিসেবে সারা দেশে সাড়া ফেলেছেন ওনার নির্দেশনা অনুযায়ী যুবলীগের সকল নেতা কর্মীরা সব মানবিক কাজে, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে। সারা দেশের ন্যায় আশিয়াতেও দাঁড়িয়েছে। এই সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবদুল মান্নান, কে এম নাসির, সাইফুল ইসলাম সাইফু, কাজি আল মামুন, উজ্জ্বল ঘোষ, শাহাবুদ্দীন সাদি, সাইফুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম রাসেল, ছোটন আচার্য, আতিক হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com