লোহাগাড়া উপজেলার পদুয়া বাগমুয়া এলাকায় প্রতিষ্ঠিত খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও দস্তারবন্দী অনুষ্ঠানে গত ৭ জানুয়ারি বাদে এশা ১২জন হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদেরকে পাগড়ি প্রদান করেছেন ইসলামিক স্কলার শায়খ আহমদ উল্যাহ। শায়খ আহমদ উল্ল্যাহ বলেন, কোরআনের হাফেজরাই সবচেয়ে মর্যাদাবান। শতো সহস্রবার পড়ে পড়ে তারা কোরআন মুখস্থ করে। হাফেজরা আল্লাহর বন্ধু। কেয়ামতের ময়দানে তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। এমনকি তাদের বাবা-মাকেও সম্মানিত করা হবে। এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানকে মোহাব্বত করা প্রয়োজন। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মুুহাম্মদ শাহজাহান, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ ও ডাঃ অলক নেওয়ার বাহাদুর। সার্বিক তত্বাবধানে ছিলেন লোহাগাড়া মাদমনি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও খাদিজাতুল কোবরা রাঃ হেফজখানা-এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ কাসেম।