আধুনিকতার মাঝেও টিকিয়ে রয়েছে কাঠের পিড়ার সেলুন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এখনো টিকিয়ে রয়েছে সেই পুরোনো কাঠের পিড়ায় বসা সেলুন। তবে আধুনিক প্রযুক্তির সেলুন গুলোর ভিরে অনেক টা বিলুপ্তের পথে কাঠের পিড়ার সেলুন। বাজারের গলিতে, বন্ধ দোকানের টিনের ঝাউনির নিচে, কখনো খোলা আকাশের নিচে বসে বংশ পরম্পরায় এই ভাবে জীবিকা নির্বাহ করে আসছেন এই নাপিতরা। তবে পুজি কম থাকায় ভাগ্য বদলাইনী এই সব নাপিতদের। বর্তমানে আধুনিক নামি-দামী সেলুন থাকলেও বিভিন্ন গ্রামের মানুষ, ছোট ছোট ছেলে মেয়েরা ও বৃদ্ধরা চুল কাটাতে আসেন এই সব সেলুনে। এই কাঠের পিড়ার সেলুন সপ্তাহে ২ দিন সোমবার ও বৃহস্পতিবার রানীগঞ্জ বাজারের গলিতে দেখা যায়। এই সব সেলুনে চুল কাটাতে লাগে ১৫-২০ টাকা আর শেভ করতে ১০ টাকা লাগে, আর এই সব সেলুনে সারা দিন কাজ শেষে একজন নাপিত আয় করে ১৫০-২০০ টাকা। এই টাকায় চলে তাদের পরিবারের খরচ। প্রায় ১৩-১৪ বছর ধরে খোলা আকাশের নিচে কখন বন্ধ দোকান ঘরের বারান্দায় ঘোড়াঘাট উপজেলার রানিগঞ্জ বাজারের রাস্তার পাশ্বে বসে এই সব কাঠের পিড়ার সেলুন।