সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে শনিবার সকাল ১১ টায় শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজারে পাবনার কাশিনাথপুর থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া পর্যন্ত নতুন করে রেললাইন প্রতিষ্ঠার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দর, বাঘাবাড়ি মিল্কভিটা, বাঘাবাড়ি অয়েল ডিপোসহ বিভিন্ন স্থাপনা থাকার সত্ত্বেও শাহজাদপুরে কোন রেললাইন নেই। বক্তরা আরও বলেন, শাহজাদপুর ব্যবসা-বাণিজ্যে আরও উন্নতির জন্য আজ রেল সংযোগ সময়ের দাবি। উপজেলা বাসদের সভাপতি এ্যাভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বাসদের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিন্টু, বাসদ নেতা আব্দুল আলিম, কবীর আজমল বিপুল, জয়দেব কুমার পোদ্দার, ছাত্র ফ্রন্ট নেতা, ছানোয়ার হোসেন প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com