গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড এর কমিউনিটি পুলিশিং সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ৪৯নং ওয়ার্ড টি ডি এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন ৪৯নং ওয়ার্ড থেকে যাতে করে মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ সকল প্রকার অপরাধ নির্মূল করা যায় সে বিষয়ে তা সকলকে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ৪৯নং ওয়ার্ড পুলিশিং এর সভাপতি মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান দিপু। উক্ত সবার বক্তব্য রাখেন ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ জলিল গাজী। ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম মনির মুক্তার হোসেন খলিফা এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।