সারা দেশের মতো নওগাঁতেও জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এবার ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ বছর বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবার জেলার ১১টি উপজেলায় সাড়ে তিন লাখ শিশুকে এই ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে। তবে কোন অসুস্থ শিশু বিশেষ করে সর্দি, জ্বর ও ডায়রিয়া হলে খাওয়ানো যাবে না। পরবর্তীতে সেসব শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুধুমাত্র গতকাল সোমবার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের ভিড় লক্ষ্যনীয় ছিলো। তবে জেলায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে বলে আশা করছেন নওগাঁর স্বাস্থ্য বিভাগ। জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপস্বাস্থ্য কেন্দ্র, কমিনিউটি ক্লিনিক, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্রে এই ভিটামিন খাওয়ানো হবে বলে জানান নওগাঁর সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার। এছাড়া একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে বিষয়ে মাইকিংসহ স্বাস্থ্যকর্মীদের তালিকা অনুসারে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।