শিবগঞ্জে গ্রামবাংলরা ঐতিহ্য এবং প্রাচীন সংস্কৃতিকে ধরতে রাখতে পিঠা উৎসব পালিত হয়েছে। বুধবার সকালে চককীর্তি ইউনিয়নের চাতরা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত পিঠা উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আব্দুর রফিক, সাফাউর রহমান, নাহিদুন রহমান, রাজিয়া খাতুন ও তহমিনা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থীরা। পিঠা উৎসবে অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ৩টি পিঠার স্টল দেয়। এই স্টলে গ্রামবাংলার ঐতিহ্য বিভিন্ন ধরণের পিঠা উপস্থাপন করেন। পিঠার স্টলগুলো পরিদর্শনে আনোয়ার হাসান আনু মিঞা বলেন, গ্রামবাংলার প্রাচীন সংস্কৃতিকে পূণঃজাগরণ করে নতুন প্রজন্মেও কাছে তুলে ধরা শিক্ষাঙ্গনে এক বিরল সৃষ্টি করেছে। যা আমাদের শিশু শিক্ষার্থীরা গ্রাম বাংলার উৎসবকে উপলদ্ধি করতে পারবে। এই উৎসব উদযাপন করার লক্ষে তার জন্য আমি প্রতি বছর ৫০ হাজার টাকা প্রতিশ্রুতি দিয়েছে এবং আজকের এই উৎসবেও অংশগ্রহন করেছি। আমি চাই, গ্রাম বাংলার প্রচীন সংস্কৃতি প্রতিবছর উদযাপিত হোক।