শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

রাজাপুরে নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু!

মতিউর রহমান মামুন রাজাপুর (ঝালকাঠি) :
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

ঝালকাঠির রাজাপুরে নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ শহিদুল ইসলাম(৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের টিএন্ডটি সড়কের আবুল বাসার মিজান খান এর নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পরে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। নিহত শহিদুল ফরিদপুর উপজেলার গোয়ালেরটিলা এলাকার সাহেব আলী শেখ এর পুত্র। প্রত্যক্ষদর্শী সাথে থাকা নির্মান শ্রমিক মোঃ রিপন ও মোমেন জানায়, নির্মাণাধীন ভবনের ৪ তলায় ছাদে ভাইব্রেটর মেশিন দিয়ে শহিদুল কলম (পিলার) ঢালাই দিতে ছিল। হঠাৎ ভাইব্রেটর মেশিনের পাইপ শহিদুলের পায়ে জড়িয়ে যায়। এ সময় শহিদুল পাইপ ছাড়াতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা শহিদুলকে উদ্ধার রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। স্থানীয়দের অভিযোগ, ভবনের নির্মান কাজে শ্রমিকদের নিরাপত্তার কোন ব্যবস্থা না করেই ভবনের মালিক ঝুকিপুর্ণ অবস্থায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগেও স্থানীয়দের পক্ষ থেকে বার বার সতর্ক করা হলেও স্থানীয়দের কথার কোন গুরুত্ব দেয়নি ভবনের মালিক আবুল বাসার মিজান। তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠ বিচার দাবী করে স্থানীয়রা আরো জানায়, বিচারের অভাবে এরকম কর্ম করেও পার পেয়ে যাচ্ছেন ভবনের মালিকরা। আর বারবার এ রকম ঘটনার জন্ম হচ্ছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। নিহতের পরিবারকে খবর দেয় হয়েছে। তারা এসে আইনি সহযোগীতা চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com