শহীদের স্মরণে গাজীপুরের কালীগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। বৌন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ও স্কুল পরিচালনা কমিটির আয়োজনে শনি ও রবিবার দু’দিন ব্যাপী স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ শেষে রবিবার বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অত্র ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গাফফার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নরুন দাখিল মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন সরকার। পতাকা উত্তোলন করেন-জেলা কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.টি. এম ফজলুর রহমান খান। উদ্বোধক উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান। এ সময় বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মবিন খান উজ্জ্বল, আওড়াখালী বাজার বনিক সমিতির সভাপতি মাহবুবুল আলম শাহীন, ব্যবসায়ী মতিউর রহমান খান, উপজেলা কৃষক লীগের মৎস্য বিষয়ক সম্পাদক মো. রতন শেখ, ইউনিয়ন আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক মতিউর রহমান খান, কৃষক লীগের সভাপতি আলী আকবর মিয়া, ইউপি সদস্য আব্দুল আজিজ মুন্সি,সৈয়দ আহমদ কবির বুলবুল, হুমায়ূন কবির ভূইয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইত্তেফাকের সাংবাদিক আব্দুর রহমান আরমান, দৈনিক খবরপত্র কালীগঞ্জ প্রতিনিধি তৈয়বুর রহমান, বাংলা টিভির কালীগঞ্জ প্রতিনিধি রফিক সরকার, আনন্দ টিভির খোরশেদ আলম খান প্রমূখ।