বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
জাতীয় জাগরণের অগ্রদূত ওয়াজেদ আলী খান পন্নী (চাঁদ মিয়া) সদরপুরে তিল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এ সোহাগ মার্জিত স্বভাবের কারণে জনপ্রিয়তায় এগিয়ে টেংগারচর ইউনিয়ন পরিষদের সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন ফরিদপুরে স্থায়ী প্রশস্ত ব্রিজের দাবীতে মানববন্ধন রামগতিতে হরিনাম মহাযজ্ঞে সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মিলনমেলা কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ত্রিমুখী অবস্থান প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক অন্তরঙ্গ ছবি তুলে ভাইরাল করানোর ভয় দেখিয়ে টাকা নিতো মেঘলা শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা শীর্ষক সভা শ্রীমঙ্গলে আগাম জাতের আনারসের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে খুশি চাষিরা

সাকিব নয়, মোহামেডানের অধিনায়ক ইমরুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩

সাকিব আল হাসানের ডাকেই যে গাজী গ্রুপ ছেড়ে মোহামেডানে এসেছেন ইমরুল কায়েস, ক্রিকেট পাড়ায় তা এখন ওপেন সিক্রেট। কেন সাকিব ইমরুলকে সাদা-কালো দলে টেনেছেন, বুঝতেও খুব একটা সময় লাগার কথা নয়। তবুও যদি কারো কাছে ঘোলাটে হয়ে থাকে, তা আজ পরিস্কার হয়ে গেছে। মোহামেডানের নেতৃত্ব উঠেছে ইমরুল কায়েসের কাঁধে। সাকিব আল হাসান নয়, মাহমুদউল্লাহ রিয়াদও নয়; এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস। মূলত দেশের ক্রিকেটে সাকিব-মাহমুদউল্লাহর ব্যস্তসূচির কারণেই ইমরুল কায়েসকে দলভুক্ত করে সাদা-কালো শিবির। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কও ইমরুল, বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিনবারের শিরোপাজয়ী কাপ্তান তিনি।
সাকিব আল হাসানকে দলের সেরা তারকা হলেও খুব বেশি ম্যাচে এই অলরাউন্ডারের সার্ভিস পাবে না মোহামেডান। জাতীয় দল তো বটেই, আইপিএলও বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে। তবে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, চেষ্টা থাকবে যত বেশি ম্যাচ খেলা যায়। তিনি বলেন, ‘চেষ্টা থাকবে সব ম্যাচ খেলার। জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএলের একটা কমিটমেন্ট আছে; এর মাঝে মাঝে চেষ্টা করব যতটা সম্ভব দলের সাথে থাকার এবং ম্যাচগুলো খেলার।’
গত দুই আসরে ভালো দল গড়েও সাফল্য আসেনি মোহামেডানের ঘরে, গতবার তো সুপার সিক্সেও উঠতে পারেনি দল। তবে সাকিব বলছেন, এবার ঘুরে দাঁড়াবেন তারা। তিনি বলেন, ‘আশা করি এবার দল হিসেবে ভালো ফল আনতে পারব। সবাই যেহেতু পেশাদার, আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে অবদান রাখবে। দলটাএ সেভাবেই করা হয়েছে।’ একই দিনে উন্মোচন হয়েছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা। উপস্থিত ছিল অংশ নেয়া ১২ দলের প্রতিনিধিগণ। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে এবারের আসর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com