সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক পর্যায়ের জনগোষ্টির মানুষকে নিয়ে কাজ করেন এমন একটি সেচ্ছা সেবি প্রতিষ্ঠানের নাম পল্লী উন্নয়ন ফাউন্ডেশন (আর ডি এফ)। তারা শেরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ রিতারণ করেছেন। এ উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয় হামছায়াপুরে এক রিতারণী সভা অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বগুড়া জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাউছার রহমান,বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা সমাজ সেবা অফিসার মো: ওবাইদুল হক, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: আব্দুল মান্নান ভূইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: আবু সাঈদ, সমাজ কল্যান সম্পাদক মো: আইযুব আলী, প্রকল্প পরিচারক আব্দুর রাজ্জাক, কার্য্যনির্বাহী সদস্য আতাববর রহমান, তরিকুর ইসলাম, শাখা ব্যবস্থাপক তছির উদ্দিন সৈকত প্রমুখ। পরে অনুষ্ঠানে আশা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি আবু সাঈদ মো: কাউছার রহমান।ওই সকল উপকরণ পেয়ে খুশী অভিভাবক ও শিক্ষার্থীরা।