নীলফামারীর ডিমলায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ও পাট ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২২-মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা গেছে এবারে খরিপ মৌসুমে পাঁচ হাজার কৃষকের মধ্যে প্রতিজন কৃষককে ৫ কেজি করে উন্নত মানের উফশি জাতের ধান বীজ, ১০ কেজি ডিওপি এবং ১০ কেজি করে এমওপি সার এবং রোপণকৃত ধানের রোগ বালাই দমনে করনীয় নির্দেশিকা লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, আয়েশা সিদ্দীকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী। অপরদিকে একই দিনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ৩ হাজার নির্বাচিত পাট চাষীদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে।