ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-(১) এবং ২০২৩-২০২৪ মৌসুমে উফসী আউশ ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ পূর্বে আলোচনা সভা করা হয়। সেই আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও উপকার ভোগী কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় , উফসী আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবার উপজেলায় ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের আউশ ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়াও ২০০ কৃষকের মাঝে তোষা জাতের পাট বীজ প্রদান হচ্ছে বলে জানায় কৃষি অফিস। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, আউশ ধানের আবাদ ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঝে উফশী জাতের আউশধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার প্রাথমিকভাবে উপজেলার বড়হিত ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার মোট ৭০০ জন কৃষক উন্নত জাতের আউশ ধান ও পাটের বীজ এবং সার পাবেন। এতে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।