টঙ্গীতে যুব ও ক্রীড়া মন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে যাওয়া দিনমজুর ও অসহায় লোকজনের মাঝে আঁধারের আলো ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল টঙ্গী রেল স্টেশন বস্তিতে ২শ’ পরিবারের মাঝে গভীর রাতে খাবার বিতরণ করা হয়। এসময় আঁধারের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তার সরকারের পরিচালনায় অসহায় ও দিনমজুর মেহনতি মানুষের মুখে খাবার তুলে দেন টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
আঁধারের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তার সরকার বলেন, মরণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট লকডাউনের কারনে বিভিন্ন যানবাহন, দোকানপাট ও কলকারখানার শ্রমিকরা অসহায় হয়ে পরেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাদের খাদ্য সামগ্রী ও নগদ টাকা ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। তাই এই মেহনতি মানুষগুলোর কথা চিন্তা করে আঁধারের আলো ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিদিনই আমার সাধ্যমত কিছু করার চেষ্টা করছি। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষদের পাশে দাড়ান তাহলে শ্রমজীবী মানুষগুলোর সামান্য হলেও উপকার হতো। আপনাদের সকলের কাছে অনুরোধ করবো করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলুন। প্রয়োজন ছাড়া কেউ বাসা বাড়ি থেকে কেউ বের হবেন না।