আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নতুন নতুন ঘটনার জন্ম হচ্ছে সিলেটে। এতদিন আওয়ামী প্রার্থীদের নিয়ে সিলেটজুড়ে বিভিন্ন গুঞ্জন চললেও এখন চলছে বিএনপির প্রার্থী নিয়ে কানাঘুঁষা। মেয়র আরিফ এতদিন নির্বাচন করবেন না বলে বিভিন্ন মাধ্যমে জোরেশোরে প্রচারনা চলে কিন্তু হুট করে আরিফের লন্ডন সফর ঘিরে চলছে জোর আলোচনা। জানা গেছে, অসুস্থ শরীর নিয়েই গত রোববার লন্ডনে গেছেন সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। সেখানে সস্ত্রীক বাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সাথেই দেখা করতে লন্ডন গেলেন কিনা বর্তমান মেয়র এই নিয়েই কথাবার্তা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী না দিলেও বিএনপির সমর্থন সিলেটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা।বিশাল একটি ভোটব্যাংকের অধিকারী রাজনৈতিক দলটির সমর্থন পেতে ইতিমধ্যে দলের মধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন বিএনপির প্রায় হাফ ডজন হেভিওয়েট নেতা। নির্বাচন ঘনিয়ে আসায় এবং সম্ভাব্য তারিখ আচ করে তাই দ্রুতই অসুস্থ শরীর নিয়েই লন্ডনের পথে যাত্রা করেন আরিফুল হক চৌধুরী। গত বছর বিভিন্ন অনুষ্টানে নিজে প্রার্থী না হওয়ার ইঙ্গিত দিলেও হুট করে আবারো সিলেট সিটি কর্পোরেশনের প্রার্থী হওয়ার গুঞ্জনে জোর হাওয়া দিল আরিফের এবারকার লন্ডন যাত্রা। সফরটি এক সপ্তাহ স্থায়ী হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন। আগামী ২৫শে জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।তারিখ ঘোষণার পর থেকে দ্বিগুণ হয়েছে প্রার্থীদের দৌড়ঝাপ। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামসহ বিভিন্ন ছোটবড় দল নিজেদের প্রার্থী তালিকা যাচাই বাছাই করছে।