সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয়া নাফিজ আলম গ্রেফতার

সাদেক মাহমুদ পাভেল:
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

র‌্যাবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের একটি তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। গতকাল সোমবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে বিদেশী মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশী মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এছাড়া তার কাছে একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ভাটারা থানা পুলিশ জানিয়েছে, এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
সম্প্রতি ডয়েচে ভেলের তথ্যচিত্রে দেয়া সাক্ষাৎকারে নাফিজ অভিযোগ করেন, তাকে ধরে নিয়ে যাওয়ার পর র‌্যাব- ১ এর দফতরে ‘নির্যাতন’ করা হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com