শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে গম চাষে বাম্পার ফলনের আশায় স্বপ্ন বুনছে চাষিরা সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সাংবাদিক আল হেলালের লড়াই এখনও শেষ হয়নি কেরাণীগঞ্জে চড়াইল নূরুল হক উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সদস্য ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আত্মনির্ভশীলতা হবে আমাদের মৌলিক অগ্রযাত্রার ভিত্তি আনসার ভিডিপি মহাপরিচালক ভালুকায় বকেয়া বেতনের দাবিতে দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ দুপচাঁচিয়ায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য-কামনায় দোয়া চট্টগ্রাম বন সংরক্ষক কার্যালয়ে দুদকের হানা মোটা ৭৭ জন কর্মকর্তাকে বদলি যানজট কমাতে রংপুরে গোলটেবিল আলোচনা অটোরিকশা বন্ধের বিকল্প নেই নেত্রকোনায় প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় সমন্বয় সভা বোরহানউদ্দিন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ফোকাস কোচিংয়ের ২৬ শিক্ষার্থী গ্রেফতার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফোকাস কোচিং সেন্টার (বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং) থেকে ২৬ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য মতে গ্রেফতার সবাই শিবিরের নেতাকর্মী।
গ্রেফতার শিক্ষার্থীরা হলেন ফেনী শহরের মিজান রোডের মক্কা টাওয়ারের আবদুল মান্নানের ছেলে আবদুল আলিম, সদরের দক্ষিণ মধুয়াই গ্রামের খিজির হায়াতের ছেলে মোহাইমিনুল ইসলাম, কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর এলাকার মুর্তুজা হারুনের ছেলে হাবিবুল্লাহ, মোস্তফা ফারুকের ছেলে আনিছুর রহমান, দক্ষিণ লেমুয়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে জাহিদ হোসেন, ফাজিলপুর এলাকার এনামুল হকের ছেলে শহীদুল ইসলাম, একই এলাকার মো: সিকান্তরের ছেলে মো: সেজান, শর্শদী ইউনিয়নের আকতার হোসেনের ছেলে আবু জাফর, সোনাগাজীর চর সাহাভিকারী এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসান, আমিরবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের জামশেদ আলমের ছেলে নুর মোহাম্মদ, চরছান্দিয়া এলাকার হেদায়েত উল্যাহর ছেলে জহিরুল ইসলাম, ভাদাদিয়া এলাকার আবু নাছেরের ছেলে মোরশেদুল ইসলাম, দাগনভূঞা সিন্দুরপুর ইউনিয়নের কোশল্যা এলাকার মো: হোসাইনের ছেলে নোমায়ের বিন হোসাইন, ছাগলনাইয়ার থানার নিশ্চিন্তা এলাকার শাহজাদা বাবুলের ছেলে আবদুল্লাহ আল ফাহাদ, ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকার আকবর হোসেনের ছেলে মো: জুনায়েদ, বাসুড়া এলাকার আমান উল্যাহর ছেলে মো: আরিফ, পরশুরামের গদানগর এলাকার আবদুল করিমের ছেলে আজিমুন করিম, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার রামপুর ইউনিয়নের রামপুর এলাকার মাইন উদ্দিনের ছেলে মুনতাছির আহাম্মদ, সেনবাগ থানার বি ুপুর গ্রামের জিয়াউল হকের ছেলে নুর নবী, অর্জুনতলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো: সায়েম, কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার মরহুম জাফর আলমের ছেলে শহিদুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পশ্চিম লালানগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো: সৌরভ হোসেন, শেখেরহাট এলাকার আবু জাফরের ছেলে মো: ফাহিম, চট্টগ্রামের ভুজপুর থানার পশ্চিম বড় বেতুয়া এলাকার এখলাসুর রহমানের ছেলে ইয়াছিন আরাফাত, লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল এলাকার দুলাল মাতবরের ছেলে আবদুল কাদের, মাদারীপুর জেলার কালকিনি থানার মিয়ারহাট এলাকার আখতার হোসেনের ছেলে তাহমিদ শাহরিয়ার। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ফারুক মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশ জানান, নাশকতার পরিকল্পনা করতে শিবিরের কর্মীরা কোচিং সেন্টারে জড়ো হয়। সেখানে অভিযান চালিয়ে ছয়টি ককটেল উদ্ধার ও বেশ কিছু বইপত্র জব্দ করা হয়। গ্রেফতারদের বুধবার আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে জানতে কোচিং সেন্টারের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার তাদের একটি ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণী চলছিল। সেখানে শিবিরের কোনো কর্মসূচি ছিল না। অনুষ্ঠান চলাকালীন পুলিশ এসে তাদের সবাইকে থানায় নিয়ে যায়। গ্রেফতার এক শিক্ষার্থীর অভিভাবক জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি হতে তার ছেলে এখানে গত কয়েক মাস ধরে কোচিং করে। গতকাল এখানে বিতর্ক কর্মশালা ছিল, কর্মশালা চলাকালে পুলিশ অভিযান চালায় বলে তিনি শুনেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com