আসন্ন রমজানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ন্যায্য মুল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্যের মান ভালো হওয়ায় বিক্রয় কেন্দ্রতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্ভোধন করেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস। এসময় উপস্থিত ছিলেন এস.এম ট্রেডার্সের ডিলার মনজুরুল হাসান মিন্টু।
উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার সংলগ্ন আড়ির মোড়ে মের্সাস এস.এম ট্রেডার্সে চিনি, সয়াবিন তেল, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। চিনি ৫০ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। রমজানের প্রাক্কালে আগামী পহেলা এপ্রিল থেকে এই ৪টি পণ্যের সাথে ছোলা ও খেজুর বিক্রিও শুরু করবে টিসিবি।
মেসার্স এস.এম ট্রেডার্সের ডিলার মনজুরুল হাসান মিন্টু বলেন , এবার পণ্যগুলোর মান ভালো এবং দাম বাজারের চেয়ে কম। ফলে বাজারে টিসিবি পণ্যের চাহিদা রয়েছে। টিসিবির নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রি শুরু হওয়ায় ভোক্তারা স্বস্তি প্রকাশ করেছেন। সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ই-খ/খবরপত্র